প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন মানসম্মত শিক্ষক। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষক তৈরির লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণের পূর্বের ১২ মাসের সি-ইন-এড শিক্ষাক্রমকে যুগোপযোগী করে ১৮ মাসের ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) করা হয়েছে। পরবর্তীতে ডিপিএড কোর্সকে পরিমার্জিত করে ১০ মাস মেয়াদী বিটিপিটি কোর্স করা হয়েছে যা ২০২৩ সালে ১৫ টি পিটিআইতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এ পিটিআইতে জানুয়ারি-অক্টোবর, ২০২৪ শিক্ষাবর্ষে বিটিপিটি কোর্স শুরু হয়েছে। নাটোর পিটিআইতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১৮৪ জন এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১২৩ জন শিক্ষক ডিপিএড প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে ৯০ জন শিক্ষক বিটিপিটি কোর্সে আছেন। সকল প্রশিক্ষণার্থী শিক্ষককে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে। নাটোর পিটিআই-এ বিগত ৩ বছরে ৪৪৯ জন শিক্ষক আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া এ পিটিআই-এর আওতাধীন ইউআরসিসমূহে ৩৭২০ জন শিক্ষক বিষয়ভিত্তিক, ৩৬৯ জন শিক্ষক প্রাক-প্রাথমিক, ৩৭৮০ জন শিক্ষক শিক্ষাক্রম বিস্তরণ এবং ৫১০ জন শিক্ষক একীভুতকরণের শিখন-শেখানো ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এ পিটিআই-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এ নাটোর পিটিআই থেকে একজন প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন। নাটোর পিটিআই-এ প্রায় ২৪কোটি টাকা ব্যয়ে ৬ তলা ফাউন্ডেশনে ৫তলা বিশিষ্ট একাডেমিক কাম প্রশাসনিক ভবন তৈরির কাজ চলমান রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS