Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই), নাটোর


Training Details

DPEd:

  • ডিপিএড কোর্সে ভর্তির জন্য প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষককদের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক
  • ডিপিএড সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ-শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • কোর্সটির মেয়াদ : ১৮ মাস।
  • ২০১৫ শিক্ষাবর্ষের থেকে জুলাইয়ের পরিবর্তে জানুয়ারি মাস হতে কোর্সটির শিক্ষাবর্ষ শুরু করা হয়েছে।
  • কোর্সটির ক্রেডিট ঘণ্টা : ৯৬। এর মধ্যে পিটিআইতে ৪৭.৫ এবং বিদ্যালয়ে ৪৮.৫ ক্রেডিট ঘণ্টা।
  • এই কোর্সে পিটিআইতে ২০ সপ্তাহ তাত্ত্বিক শিক্ষাদান এবং প্রশিক্ষণ বিদ্যালয়ে ১৬ সপ্তাহ অনুশীলন কার্যক্রমের ব্যবস্থা রাখা রয়েছে।
  • ১৮ মাসের শেষ ১৬ সপ্তাহ নিজ বিদ্যালয়ে পাঠদান অনুশীলন এবং চূড়ামত্ম মূল্যায়নের জন্য ২ সপ্তাহ পিটিআইতে অবস্থানের ব্যবস্থা রাখা হয়েছে।
  • মূল্যায়নের জন্য শিক্ষকমান মূল্যায়নসহ গাঠনিক ও সামষ্টিক (লিখিত পরীক্ষা) মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
  • ডিপিএড কোর্সটি পরিচালনার জন্য প্রতিটি পিটিআইতে ১৬ জন ইনস্ট্রাক্টর এবং ৪-৬টি শ্রেণিকক্ষের ব্যবস্থার কথা বলা হয়েছে।
  • এই কোর্সটি সম্পূর্ণরূপে আবাসিক।
  • কোর্সটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর যথাযথ গুরম্নতব দেওয়া হয়েছে। সে জন্য প্রতিটি পিটিআইতে একটি করে কম্পিউটার ল্যাব রয়েছে, এছাড়া ইনস্ট্রাক্টর (আইসিটি)সহ, সহকারী কম্পিউটার অপারেটরকে নিয়োগদান করা হয়েছে|

 

ICT:

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১২ দিন ব্যাপি ICT-in-Education বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয় ।

      এ প্রশিক্ষণের লক্ষ্য:

  •  প্রাথমিক শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের মাধ্যমে শিখন-শেখানো প্রক্রিয়ার উন্নয়ন তথা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। সেই সাথে শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা করা।

        এ প্রশিক্ষণের উদ্দেশ্য:

  • শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে শিক্ষকদের সম্যক ধারণা দেয়া।
  • আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
  • শ্রেণিকক্ষে ব্যবহারের উপযোগী করে কিছু সহজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক উপকরণ (কনটেন্ট) তৈরি করতে সক্ষম করে তোলা।
  • আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের একুশ শতকের বিকাশ ঘটানো।
  • অনলাইন রিসোর্স ব্যবহারে শিক্ষকদের দক্ষ করে তোলা
  • শ্রেণিকক্ষে ও পেশাগত জীবনে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা

প্রধান শিক্ষকদের DPEd বিষয়ক প্রশিক্ষণ:

  • DPEd কোর্সের সফল বাস্তবায়ন ও মনিটরিং এর জন্য সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৫দিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয় । যাতে তারা DPEd প্রশিক্ষণরত ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করতে পারেন ও প্রয়োজনীয় সহযোগীতা করতে পারেন।

 

শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক TOT প্রশিক্ষণ:

  • প্রাথমিক শিক্ষকের লক্ষ্য অর্জনের জন্য ,প্রাথমিক শিক্ষার Curriculum  Dissemination (শিক্ষাক্রম বিস্তরণ) প্রতিটি শিক্ষকের জানা দরকার ,আর প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রশিক্ষক দরকার হয় ।  সে লক্ষ্যেই প্রশিক্ষক তৈরীর করতেই Training of Trainer (TOT) এর আয়োজন করা হয়।