এখানে মোট ১৬টি কক্ষ রয়েছে। এদের মধ্যে প্রশিক্ষণ শ্রেণী কক্ষ ৪টি । একটি সুপারিনটেনডেন্ট মহোদয়ের কক্ষ। একটি সহঃ সুপারিনটেনডেন্ট এর কক্ষ । Instructor গনের ১টি স্টাফ রুম এবং ৫টি কক্ষ রয়েছে। লাইব্রেরী কক্ষ রয়েছে ১টি ।
এছাড়াও রয়েছে ১টি কম্পিউটার ল্যাব, যেখানে কম্পিউটার ৩০টি ।
পি.টি.আই অভ্যন্তরে রয়েছে ১টি পুরুষ হোষ্টেল ও ১টি মহিলা হোষ্টেল। মহিলা হোষ্টেলে কক্ষ সংখ্যা ১6টি যাতে আসন সংখ্যা মোট 64টি। পুরুষ হোষ্টেল এর কক্ষ সংখ্যা যথাক্রমে ১৬টি,যার আসন সংখ্যা ৩২টি।
স্বাস্থ্যই সকল সুখের মূল ‘‘ Health is the wealth of all happiness”এই মহাবানীকে সামনে রেখে শারীরিক শিক্ষা কার্যক্রম হয়ে থাকে। হালকা শরীরচর্চা নিয়মিত করার মাধ্যমে শরীর ও মনকে কীভাবে সুস্থ্য ও সুন্দর রাখা যায় তাই শিক্ষা দেয়া হয় প্রতিটি Trainee Teacherকে ।