পিটিআই, নাটোর-এ একাডেমিক কাম প্রশাসনিক ভবনে মোট ১৬টি কক্ষ রয়েছে। এর মধ্যে শ্রেণি কক্ষ ৩টি। ১টি সুপারিনটেনডেন্ট মহোদয়ের কক্ষ। ২টি সহকারী সুপারিনটেনডেন্ট-এর কক্ষ। Instructor গণের জন্য ৫টি কক্ষ এবং ১টি স্টাফ রুম রয়েছে। লাইব্রেরি কক্ষ রয়েছে ১টি।
এছাড়াও রয়েছে ১টি কম্পিউটার ল্যাব, যেখানে কম্পিউটার ৩০টি।
পিটিআই অভ্যন্তরে রয়েছে ১টি পুরুষ হোষ্টেল ও ১টি মহিলা হোষ্টেল। মহিলা হোষ্টেলে কক্ষ সংখ্যা ১৫টি যাতে আসন সংখ্যা মোট ৬০টি। পুরুষ হোষ্টেল এর কক্ষ সংখ্যা যথাক্রমে ১৬টি,যার আসন সংখ্যা ৩২টি।
এ পিটিআই-এ একটি পরীক্ষণ বিদ্যালয় রয়েছে। এ বিদ্যালয়ে প্রায় ২শতাধিক শিক্ষার্থী রয়েছে এবং ৬জন শিক্ষক কর্মরত আছেন।
স্বাস্থ্যই সকল সুখের মূল ‘‘Health is the wealth of all happiness”এই মহাবানীকে সামনে রেখে শারীরিক শিক্ষা কার্যক্রম হয়ে থাকে। হালকা শরীরচর্চা নিয়মিত করার মাধ্যমে শরীর ও মনকে কীভাবে সুস্থ্য ও সুন্দর রাখা যায় তাই শিক্ষা দেয়া হয় প্রতিটি Trainee Teacherকে ।