Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই), নাটোর


এক নজরে পিটিআই


  • পিটিআই, নাটোর-এ একাডেমিক কাম প্রশাসনিক ভবনে মোট ১৬টি কক্ষ রয়েছে। এর মধ্যে শ্রেণি কক্ষ ৩টি। ১টি সুপারিনটেনডেন্ট মহোদয়ের কক্ষ। ২টি সহকারী সুপারিনটেনডেন্ট-এর কক্ষ। Instructor গণের জন্য ৫টি কক্ষ এবং ১টি স্টাফ রুম রয়েছে। লাইব্রেরি কক্ষ রয়েছে ১টি।


  • এছাড়াও রয়েছে ১টি কম্পিউটার ল্যাব, যেখানে কম্পিউটার ৩০টি।


  • পিটিআই অভ্যন্তরে রয়েছে ১টি পুরুষ হোষ্টেল ও ১টি মহিলা হোষ্টেল। মহিলা হোষ্টেলে কক্ষ সংখ্যা ১৫টি যাতে আসন সংখ্যা মোট ৬০টি। পুরুষ হোষ্টেল এর কক্ষ সংখ্যা যথাক্রমে ১৬টি,যার আসন সংখ্যা ৩২টি। 


  • এ পিটিআই-এ একটি পরীক্ষণ বিদ্যালয় রয়েছে। এ বিদ্যালয়ে প্রায় ২শতাধিক শিক্ষার্থী রয়েছে এবং ৬জন শিক্ষক কর্মরত আছেন।


  • স্বাস্থ্যই সকল সুখের মূল ‘‘Health is the wealth of all happiness”এই মহাবানীকে সামনে রেখে শারীরিক শিক্ষা কার্যক্রম হয়ে থাকে। হালকা শরীরচর্চা নিয়মিত করার মাধ্যমে শরীর ও মনকে কীভাবে সুস্থ্য ও সুন্দর রাখা যায় তাই শিক্ষা দেয়া হয় প্রতিটি Trainee Teacherকে ।